মার্চ ০৩, ২০১৫ নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ‘সম্রাট : দ্য কিং ইজ হেয়ার’ নামের এই ছবিটিতে নাম-ভূমিকায় থাকছেন তিনি। তবে শাকিবের বিপরীতে কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতা রাজ বলেন, ‘শাকিব খানের গ্ল্যামার ইমেজের জন্যই তাকে এই চরিত্রটিতে নেওয়া হয়েছে। ছবির গল্পের সঙ্গে মনে হয়েছে শাকিব খানই পারেন চরিত্রটিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে। তাই ছবিটির মূখ্য চরিত্রে শাকিব খানকে নেওয়া হয়েছে।’
তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি ছবির একটি গানের অংশবিশেষ ধারণ করা হবে। এরপর খানিক বিরতি দিয়ে মে মাস থেকে টানা ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডে ছবির কিছু অংশের শুটিং হবে।