সৌদিতে বাংলাদেশীদের হত্যার দায়ে গ্রেফতার ২

Saudi-arrestমার্চ ০৩, ২০১৫ : সৌদি আরবের রিয়াদে দুই বাংলাদেশী ও দুই ভারতীয়কে হত্যার দায়ে দুই পাকিস্তানীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির গোয়েন্দা ও তদন্ত সংস্থার সদস্যরা তাদের গ্রেফতার করে। খবর সৌদি গেজেটের।

গ্রেফতাররা হলেন—আসাদ জান (২৪) ও আজম খান (২২)। গ্রেফতারের পর উভয়েই হত্যার দায় স্বীকার করেছে।

আল-ফাওতাহ জেলার একটি শপিং সেন্টারের কাছে পার্ক করা একটি গাড়ি থেকে প্রথম লাশের সন্ধান পায় রিয়াদ পুলিশ। স্থানীয়রা পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে তারা গাড়িটি থেকে ওই লাশ উদ্ধার করে। লাশের গায়ে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

গ্রেফতাররা জানিয়েছে, প্রথমে তারা এক ভারতীয়কে হত্যা করে। এক হত্যাকারীর সাবেক শ্রীলঙ্কান প্রেমিকার সঙ্গে শোয়ার অপরাধে তাকে মরুভূমি অঞ্চলে ডেকে নিয়ে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

তারপর তারা লাশটিকে কম্বল দিয়ে মুড়ে একটি আসবাবপত্রের দোকানের পেছনে ফেলে দেয়। এরপর হত্যাকারীরা নিহত ব্যক্তির প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়।

হত্যকারীরা জানায়, ওই হত্যাকাণ্ডের সপ্তাহখানেক পর তাদের গাঁজা খাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয়। অর্থ জোগাতে তারা ৩০ বছর বয়সী এক বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে উঠে আল-সাহাফাহ জেলায় যায়। সেখানে ওই বাংলাদেশীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর নিহতের কাছে থাকা অর্থ নিয়ে গাড়িটিতে তার লাশ ভরে একটি শপিং সেন্টারের পেছনে রেখে যায়।

পরবর্তী সময়ে তারা অর্থের জন্য একইভাবে ৩০ বছর বয়সী এক ভারতীয়কে হত্যা করে। পরে তার লাশ আল-আরিধ জেলায় কাঠের স্তূপের নিচে ফেলে রাখে।

একই কারণে তারা ৪০ বছর বয়সী আরেক বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করে। আল-অরিধ জেলায় তার লাশ কবরস্থিত করে হত্যাকারীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.