গত বছর এয়ার অ্যারাবিয়ার মুনাফা হয়েছে প্রায় ৩৩ কোটি ডলার। আকাশ পরিষেবা খাত ঘুরে দাঁড়ানোর ফলে উড়োজাহাজ সংস্থাটির মুনাফা বছরওয়ারি ৭০ শতাংশ বেড়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এয়ার অ্যারাবিয়া জানায়, ২০২২ সালে তাদের মুনাফা হয়েছে ৩২ কোটি ৭০ লাখ ডলার। শারজাহভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির মোট আয় হয়েছে ৫২০ কোটি দিরহাম বা ১৪০ কোটি ডলার, যা ২০২১ সালের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে।
এয়ার অ্যারাবিয়ার চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল থানি জানান, ২০২২ সালে এয়ার অ্যারাবিয়া যে মুনাফা করেছে তা কোম্পানির পরিচালন ইতিহাসে সর্বোচ্চ।
২০২২ সালে ১ কোটি ২৮ লাখ যাত্রী পরিবহন করেছে এয়ার অ্যারাবিয়া, যা ২০২১ সালের ৬৮ লাখের চেয়ে ৯০ শতাংশ বেশি। সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মরক্কো, মিসর, আর্মেনিয়া ও পাকিস্তানের। উড়োজাহাজে বার্ষিক আসন পূর্তির গড় ছিল ৮০ শতাংশ।