কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

আরব রাষ্ট্র কাতারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে এই নিয়োগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদবাদ মাধ্যম আরব নিউজ।

গতকাল মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে আমিরই দেওয়ানে এই শপথ নেন নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। এর আগে তিনি ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির স্থলাভিষিক্ত হবেন শেখ মোহাম্মদ। আব্দুল আজিজ আল থানি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দেশটির আমিরের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ মন্ত্রিসভা রদবদলে শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া আলী বিন আহমেদ আল-কুয়ারিকে অর্থমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবিকে একই পদে পুনরায় নিয়োগ দিয়েছেন কাতার আমির শেখ তামিম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.