উড়োজাহাজের ভেতর নাইজেরীয় এক যাত্রীর মৃত্যুর পর পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের বেসরকারি এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
আজ সোমবার সকালের দিকে দিল্লি থেকে দোহা যাওয়ার সময় ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক অবিশ্বাস, উত্তেজনা আর অস্বস্তিতে ভরা। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ দুই প্রতিবেশী দেশ তিনবার যুদ্ধে জড়িয়েছে। ভারতীয় উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলে।
পাকিস্তানের করাচি বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরীয় এক যাত্রী “শ্বাস নিচ্ছে না এবং তার পালসও পাওয়া যাচ্ছে না”- পাইলটকে এমনটি জানানোর পর উড়োজাহাজটি ঘুরে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে।
ওই যাত্রীর মৃত্যুতে “গভীর শোক” প্রকাশ করে বিবৃতি দিয়েছে ইন্ডিগো।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে ৬০ বছর বয়সী ওই যাত্রী অসুস্থবোধ করা শুরু করলে উড়োজাহাজটির ক্যাপ্টেন করাচি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে একজন চিকিৎসক ও একটি অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন।
কিন্তু উড়োজাহাজটি নামার পর বিমানবন্দরের মেডিকেল টিম ওই যাত্রীকে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। চার ঘন্টা পর ইন্ডিগোর উড়োজাহাজটি গন্তব্য দোহার উদ্দেশ্যে করাচি ছেড়ে যায়।