পদ্মার একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদীতে মো‌মিন ও জ‌মির না‌মে দুই জে‌লের জা‌লে ধরা প‌ড়েছে ১ কে‌জি ৯শ গ্রাম ওজ‌নের বড় আকৃ‌তির এক‌টি ইলিশ মাছ।

আজ বুধবার ভোররা‌তে দৌলত‌দিয়ার ৬ ও ৭ নম্বর ফে‌রি ঘা‌টের মাঝমা‌ঝি পদ্মায় মাছ‌টি ধরা প‌ড়ে।

সকালে মাছগুলো দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে বিক্রি করতে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে বড়টি ৩ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৮০ টাকায় এবং মাঝারিটি ১ হাজার ৬শ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

সূত্র আরও জানায়, উপজেলার অন্তারমোড় এলাকার জেলে মোমিন ও জমির তার সঙ্গীদের নিয়ে ভোরের দিকে ফেরিঘাট এলাকায় ধুন্দি জাল ফেলেন। পরে জাল টেনে তুলতেই তারা দেখেন বড় আকৃতির ওই দুটি ইলিশ মাছসহ বেশকিছু ছোট মাছ ধরা পড়েছে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, তিনি পদ্মার সব ধরনের ছোট বড় মাছ কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন।

আজ বুধবার সকালে কেনা বড় ইলিশটি কেজিতে ২শ টাকা লাভে ৬ হাজার ৪৬০ টাকা এবং মাঝারিটিকে ১০০ টাকা লাভে ১ হাজার ৫৩০ টাকাসহ মোট ৭ হাজার ৯৯০ টাকায় বিক্রি করেন।

বড় ইলিশের খবর পেয়ে ফরিদপুরের এক ব্যবসায়ী দৌলতদিয়ায় তার আড়তে এসে মাছ দুটি কিনে নেন বলে চান্দু মোল্লা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.