ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে যেদিন থেকে

আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে।

গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

জানা যায়, এবারের ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তে নিয়েছে মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে অনলাইনে টিকেট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে।

টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

ঈদুল ফিতরে ট্রেনের টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেওয়া হবে ২১ এপ্রিলের টিকিট।

তিনি আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে বলেও জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.