স্পিকারকে নিয়ে এটিএন বাংলায় ‘অপরাজিতা’

Shirin_Sharmin 1আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে এটিএন বাংলা জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেছে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘অপরাজিতা’।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় ড. শিরীন শারমিন চৌধুরী বলবেন তার ছেলেবেলা, বেড়ে ওঠা, শিক্ষা ও পরিবারিক জীবন, রাজনৈতিক মতাদর্শ এবং ভবিষ্যৎ ভাবনার কথা।

এই অনুষ্ঠানের পরিচালক মুকাদ্দেম বাবু বলেন, ‘এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে, সাফল্যের শীর্ষে আরোহণকারী এই আলোকিত নারীর আলাপচারিতায় অনুপ্রাণিত হবেন এই প্রজন্মের নারীরা, নতুন উদ্যমে হাঁটবেন স্বপ্নপূরণের পথে।’

রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি ৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে।Shirin_Sharmin-inner 2

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.