মৌসুমীর কারণে নায়ক হতে পেরেছেন শাকিব খান, মৌসুমী না চাইলে শাকিব নায়ক হতে পারতেন না। এমনটাই জানালেন চিত্রনায়ক ওমর সানী। শুধু তাই নয়, শাকিবের যাত্রা শুরু হয়েছিল মৌসুমী-সানী দম্পতির ড্রয়িং রুম থেকে।
শাকিব খানের প্রথম নায়িকা মৌসুমীর বোন ইরিন জামান। আর মৌসুমী যদি সোহানুর রহমান সোহানকে না বলে দিতেন তাহলে রানা নামের ছেলেটা আজ শাকিব খান নামে ঢাকাই চলচ্চিত্রে আবির্ভূত হতো না। এসব ওমর সানীর বক্তব্য। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের সঙ্গে সানী কথা বলেছেন।
এক আলাপনে ওমর সানী বলেন, ‘এই ছেলেটার সবচেয়ে কাছের মানুষ আমি-মৌসুমী। আমার ঘর থেকে শুরু হয়েছিল। সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করে। আমার শ্যালিকা ইরিন ওর প্রথম হিরোইন। মৌসুমী তখন তার ইচ্ছের কথা সোহান সাহেবকে যদি না বলতো এবং সোহান সাহেব যদি না করতো, তাহলে রানা নামের সেই ছেলেটি আজ শাকিব হতো না।’
শাকিব খান সামাজিকতা মেনে চলেন না। একই সঙ্গে তাঁকে ‘একা’ উল্লেখ করেন ওমর সানী। এছাড়াও শাকিব খান বর্তমানে সুপারস্টার আছেন কি না এ বিষয়েও সন্দেহ পোষণ করেন। ওমর সানী বলেন, ‘শাকিব খান বাংলাদেশের সিনেমার লাস্ট সুপার স্টার। সে এখনও দর্শকের কাছে সুপার স্টার আছে কি না আমি সন্ধিহান। দর্শক ভালো বলতে পারবেন। তাকে শতভাগ ফ্যামিলিয়ার হতে হবে। বন্ধুবান্ধব-প্রিয় হতে হবে। কলিগদের নিয়ে চলতে হবে। আমি তো মনে করি ও একা। ’
ওমর সানী শাকিবের দুর্বলতা নিয়ে বলেন, ‘একদমই দায়িদ্বজ্ঞানহীন একটা ছেলে। ওরে (শাকিব খান) শুধু আল্লাহপাক ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগটা দিয়েছেন। পারিপার্শ্বিকভাবে, সামাজিকভাবে চলার কোনো যোগ্যতাই তাকে দেয়নি। আমি মনে করি, শাকিব খানের এই যোগ্যতাটা অর্জন করা উচিত। স্টারইজম থাকলেই সব কিছু হয়ে যায় না।’
