অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। এ সংক্রান্ত একটি বিল আনা হয়েছে সংসদে।
আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বিলটি জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করেন।
বিলটি এটি পরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
আইন ভেঙে ধর্মঘট করলে এ বিলের আওতায় জেল জরিমানার বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি বে-আইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া সরকার প্রয়োজন মনে করলে, জনস্বার্থে কোনো প্রতিষ্ঠানে লকআউট ও লে-অফ নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।
১৯৫৮ সালের অ্যাসেনসিয়াল সার্ভিসেস (মেইনটেন্স) অ্যাক্ট এবং ১৯৫৮ সালের অ্যাসেনসিয়াল সার্ভিসেস (সেকেন্ড) অর্ডিন্যান্স রহিত করে নতুন এ আইন করা হচ্ছে।