অবচেষে পুরোপুরি নিভল বঙ্গবাজারের আগুন

অবশেষে নিভেছে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট গুলিস্তানের বঙ্গবাজারের আগুন। আগুন ধরার প্রায় চার দিন পর আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিভেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগে। ওই দিন প্রায় ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট সেনা ও বিমানবাহিনীর সহযোগিতায় প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বঙ্গবাজারের বড় অংশ ছিল কাঠের ফ্রেমের ওপর। আগুনে কাঠের ফ্রেম পুড়ে তিন তলার কাঠামো জমি বরাবর মিশে যায়। মার্কেটের দোকানগুলোর শাটার, চালাসহ বেশ কিছু কাঠামো লোহার ছিল। তার নিচে ছিল কাপড়ের স্তুপ, যে কারণে আগুন নিভাতে সময় লেগেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.