মাঝ আকাশে আচমকাই বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ যাত্রীর!

বিমান সংস্থা ইন্ডিগো ফ্লাইটে মাতাল যাত্রীর অবাক করা কান্ড। মাঝ আকাশে চলন্ত বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করছিলেন এক যাত্রী। তার বিরুদ্ধে বিমান সংস্থা ইন্ডিগোর তিনটি অভিযোগ রয়েছে।

বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ফ্লাইটে চল্লিশ বছর বয়সী এক মাতাল যাত্রী চলন্ত বিমানের ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ জোর করে খোলার চেষ্টা করেছিলেন। তবে সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয়নি।

জানা গেছে, অভিযুক্ত যাত্রী আর প্রতীকের বাড়ি ভারতের কানপুরে। তিনি একটি ই কমার্স ফার্মের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫৬ মিনিটে ফ্লাইট ৬ই-৩০৮ বিমানটি উড়েছিল। এদিকে এর আগে ২০২২ সালে ১০ ডিসেম্বর বেঙ্গালুরু সাউথের সাংসদ তেজস্বী সূর্য টেক অফের আগেই বিমানের দরজা দুর্ঘটনাক্রমে খুলে ফেলেছিলেন। এর জেরে বিমানটির প্রায় ১০ ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল।

তবে এবারের ঘটনা আরো বেশি গুরুতর। জানা গেছে, বিমানযাত্রী আর প্রতীক ১৮-এফ সিটে বসেছিলেন। তিনি কার্যত মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করছিলেন এবং সবার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছিলেন।

এ অবস্থায় বিমানটি ১০টা ৪৩ মিনিটে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়। এরপর তাকে সিআইএসেফের হাতে তুলে দেওয়া হয়। পরে বিমানবন্দরের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে তার পরীক্ষা করা হয় আর তখনি নিশ্চিত করা হয় তিনি মদ্যপ অবস্থায় বিমানে অবস্থান করছিলেন।

সূত্র: আনন্দবাজার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.