যশোরের শার্শার সীমান্ত থেকে এক কেজি ওজনের দুটি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভুলোট গ্রামের একটি আমবাগান থেকে ওই যুবককে আটক করা হয় বলে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।
আটকরা সাইদুল ইসলাম (২৫) ওই উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের বাসিন্দা।
তানভীর রহমান বলেন, একটি সোনার চালান ভারতে পাচার হওয়ার খবরে বিজিবির টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।
এ সময় একটি ইজিবাইকে সাইদুল ইসলাম ওই রাস্তা দিয়ে সীমান্তের দিকে সময় সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি তাকে আটক করে।
“পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে এক কেজি ওজনের দুটি সোনার বার পাওয়া যায়; যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।”
আটক যুবকের বিরুদ্ধে মামলার পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বার দুটো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।