বাংলাদেশ বিশ্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী প্রতিটি ব‌্যক্তি তার পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করছে। বাংলাদেশ বিশ্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

আজ মঙ্গলবার পাবনার বেড়া উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি উপজেলা শিক্ষা অফিস আয়োজিত চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বেড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, এ দেশের ধর্মাবলম্বী মানুষ যেন তাদের নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন সে লক্ষ‌্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তার ফসল হলো সমাজিক সম্প্রীতি কমিটি। এর মাধ‌্যমে তিনি সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করছেন।

আরো বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মানুষের নৈতিক শিক্ষার কাজে ব‌্যবহার করতে হবে। মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, উলামা ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. রেজাউল হক, ভাইস চেয়ারম‌্যান মো. মেসবাহ উল হক ও মোছা. শায়লা শারমিন ইতি এবং স্থানীয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ নির্বাচিত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার, ভিজিএফ কর্মসূচি-২০২৩ এর আওতায় বেড়া উপজেলার অসহায় ও দুস্থ ব‌্যাক্তি/পরিবারের মাঝে খাদ‌্য সহায়তা (চাল) বিতরণ করেন ডেপুটি স্পিকার।

এছাড়া বেড়া উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা মৎস‌্য কর্মকর্তার কার্যালয়ের উদ‌্যোগে আয়োজিত ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ (বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শামসুল হক টুকু।

সাঁথিয়া উপজেলা তাঁতী লীগ আয়োজিত দিনের অপর এক অনুষ্ঠানে  উপজেলার দরিদ্র, প্রান্তিক ও অসহায় তাঁতীদের মাঝে চাল বিতরণ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.