পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, অনিয়েমর কারণে এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেতুতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাইকারদের হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেতুতে ঘণ্টা ায় সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার, সেতুর ওপর দাঁড়ানো ও ছবি তোলা থেকে বিরত থাকাসহ সবগুলো নিয়ম-কানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারীকে অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.