ঢাকায় পালিত হলো আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও ঢাকা রাশিয়ান হাউজের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস।

সম্প্রতি এসইউবির ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউজ ইন ঢাকার পরিচালক মাক্সিম দোব্রোখোতভ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিকরুল আহসান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা মশুরুল আমিন ও রাশিয়ান ফেডারেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগের প্রধান প্রশান্ত বর্মণ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসইবির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান কাউসার। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জিকরুল আহসান বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার উৎক্ষেপণ পরিষেবার স্যাটেলাইট কোম্পানি গ্লাভকোসমসের সঙ্গে একটি সহযোগিতা সইয়ের মাধ্যমে দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তিনি রাশিয়ার সক্রিয় সহযোগিতায় ২০২৫ সালে বাংলাদেশের মহাকাশ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ প্রায় ১০০ জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের প্রভাষক তৃণা সাহা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.