স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সদ্য শপথ নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দেশের ২২তম এ রাষ্ট্রপতি আজ সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন তিনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.