সদ্য শপথ নেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দেশের ২২তম এ রাষ্ট্রপতি আজ সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন তিনি।