কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে: অপু বিশ্বাস

দীর্ঘদিন ধরেই শাকিব-বুবলী-অপুর সম্পর্ক থাকা, না থাকার দোলাচলে রীতিমতো দ্বিধা বিভক্ত অনুরাগীরা। ক’দিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু-বুবলীর অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেন বিনোদনপ্রেমীরা। যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখে কুঁলুপ এঁটেই ছিলেন শাকিব খান।

তিনিও হয়তো দর্শকের কাতারে দাঁড়িয়ে দুই সাবেকের কাঁদা ছোঁড়াছুড়ি উপভোগ করছিলেন! অন্যদিকে বুবলী বরাবরই বলে আসছিলেন শাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি গত ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন এবং শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’র নায়িকাও হচ্ছেন তিনি।—বুবলীর বরাত দিয়ে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। তবে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে শাকিব খানের করা মন্তব্য সব হিসেব-নিকেষ পাল্টে দিয়েছে।

সম্প্রতি শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘বাস্তবজীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়েছে তা নয়, বুবলীর সঙ্গে শাকিব আর কোনো সিনেমায় অভিনয় করবেন না এমন আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই। এবার সেটাও খোলাসা করলেন শাকিব। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’

তবে শাকিবের মুখ খোলায় বসে থাকেননি বুবলী। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী! কোন উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?

অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান। সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনোকিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যে সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করবো আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না।’

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই আলোচনা রয়েছে শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতি হয়েছে। তাদের একে অনেকের বাসায় যাতায়াতও বেড়েছে। আবার অনেকেই বলছেন, অপুর ওপর থেকে শাকিবের রাগ-অভিমানও কমে গেছে। এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছেন বলেও অনেকে মনে করছেন।

এবার তারা সেই জল্পনা-কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলীর কথায়। শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো বা লুকোচুরি না শব্দগুলো তিনি শাকিব-অপুর সম্পর্ককে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা করছেন অনেকে। এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে গতকালই দেশে ফিরেছেন অপু বিশ্বাস। তবে জল্পনা-কল্পনা প্রশ্নে মুখ খুলতে চাননি তিনি। শুধু বলেন, ‘কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.