ইবিএল কার্ডধারীদের কলম্বোয় মিহিন লংকার ফ্রি হোটেল

ebl_bg_963438125ঢাকা: মিহিন লংকা এয়ারলাইন্সে ঢাকা থেকে কলম্বো ভ্রমণ করলে ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল) এর কার্ডধারীরা কলম্বোর গ্লোবাল টাওয়ার হোটেলে বিনামূল্যে তিনরাত থাকা ও প্রাইভেট এসি গাড়িতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা পাবেন।

ইবিএল কনজ্যুমার ব্যাংকিং প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী ও বাংলাদেশে মিহিন লংকার জেনারেল ম্যানেজার অরুনা রত্নায়েকে সম্প্রতি ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

ইবিএল হেড অব ডিরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার, এইস এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার কে ডি এম সম্পাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০৫) ইবিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফারটি পেতে হলে গ্রাহকদের ঢাকার মিহিন লংকার পিএসএ-এইস এভিয়েশনের সেলস্ কাউন্টার থেকে টিকিট ক্রয় ও চলতি বছরের ৩১ মে’র মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.