৩১ মে থেকে মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা

আগামী ৩১ মে থেকে দিনে ১২ ঘণ্টা সেবা দেবে মেট্রোরেল।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এদিন থেকে মেট্রোরেলের সেবাদানের সময় রাত ৮টা পর্যন্ত বাড়বে।

এমএএন ছিদ্দিক জানান, সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট পর পর। আর বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পর পর ট্রেন চলবে। অন্যদিকে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর ১০ মিনিট পর পর ট্রেন চলবে। ৬টার পর আবার ১৫ মিনিট পর পর ট্রেন চলাচলে ফিরে যাবে মেট্রো।

৩১ মে থেকে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারের বদলে শুক্রবার হবে বলে জানান এমএএন ছিদ্দিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.