ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭১

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ৯টি পদে মোট ৭১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে নবম গ্রেডের পদও রয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ মে।

পদের নাম ও পদসংখ্যা

১। সহকারী পরিচালক-০১

২। ফিল্ড অফিসার-১৮

৩। হিসাবরক্ষক-০১

৪। মাস্টার ট্রেইনার-০৭

৫। কম্পিউটার অপারেটর-০১

৬। ফিল্ড সুপারভাইজার-৩৪

৭। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী-০৭

৮। ক্যাশিয়ার-০১

৯। আর অ্যান্ড ডি ক্লার্ক-০১

আবেদনের যোগ্যতা

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স এ বছরের ১৫ জুন তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://mbcmlp.teletalk.com.bd/) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শেষ কবে

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.