কারিতাস বাংলাদেশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন এক লাখ

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজার (মিল)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/ ডেমোগ্রাফি বিষয়ে এমএসসি ডিগ্রি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ সমাজকর্ম/ সমাজকল্যাণ/ নৃ–বিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেফগার্ডিং, চাইল্ড প্রোটেকশন ও পিইএসএ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্টে দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কোবো, কম কেয়ার, এসপিএসএস, এসটিএটিএর কাজ জানা থাকলে ভালো। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ১,০০,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩ জুন, ২০২৩।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.