মার্চ ০৫, ২০১৫ : ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম শ্রেণীর সরকারি চাকরির প্রত্যাশায় এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩টি পদের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছিলেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ প্রার্থিতার রেকর্ড। তবে এর মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া ২০ জন প্রার্থীকে নতুন রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালার নতুন নিয়ম অনুযায়ী এবার এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর করা হয়েছে। পাশাপাশি এক ঘণ্টার পরিবর্তে পরীক্ষার সময়ও বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে।
ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর পাওয়া গেলে বাজেয়াপ্ত, শাস্তি
পিএসসি অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থীদের মোবাইল ফোন, যে কোনো ধরনের ইলেক্ট্রোনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক এবং ব্যাগসহ হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।
পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থীর কাছে এগুলো পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বিসিএস পরীক্ষা বিধিমালার বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
প্রবেশপত্রে উল্লেখ করা ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।