আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

abudhabiআমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একইপরিবারের এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত ব্যক্তি কুমিল্লা চৌদ্দগ্রামের আতার আলী মজুমদারের ছেলে মোহাম্মদ শাহজাহান মজুমদার খোরশেদ (৪২)। আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার লিজি (৩০) এবং ২ মেয়ে লামিশা মজুমদার (৬) ও লামিয়া মজুমদার (৪)।

নিহতের নিকটতম আত্মীয় ছালেহ আহম্মেদ জানান, বুধবার আসরের পর আবুধাবি আল রাবাহ থেকে গাড়ি করে সপরিবারে (৪ মার্চ) বন্ধুর বাসায় যান শাহজাহান। বাসা থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২দিকে আবুধাবী শাহমা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তার‍া।

আহতরা আবুধাবি আল-রাহবা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, আর এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাহানের মরদেহ আবুধাবী শেখ খলিফা হাসপাতালে ছিলো।

এ বিষয়ে আবুধাবী দূতাবাসের লেবার কাউন্সেলর আমান উল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এই দুর্ঘটনার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.