বিমান থেকে হেলিকপ্টার অনেকটাই আলাদা। এই উড়োযান দুইটির উড্ডয়ন ও অবতরণ পদ্ধতিও ভিন্ন। বিমান ওঠানামা করে রানওয়েতে। হেলিকপ্টার হেলিপ্যাডে।
আপনি নিশ্চয় দেখেছেন যেখানে হেলিকপ্টার অবতরণ করে, সেখানে একটি বিশেষ চিহ্ন তৈরি করা থাকে। একে হেলিপ্যাড বলা হয়। এই চিহ্নটি বৃত্তাকার, যা নির্দেশ করে যে হেলিকপ্টারটিকে এর ভিতরে অবতরণ করতে হবে। কিন্তু আপনি কখন ভেবে দেখেছেন হেলিপ্যাডের বৃত্তের ভিতরে ‘H’ লেখা থাকে কেন?
হেলিপ্যাডগুলো সাধারণত কংক্রিট দিয়ে তৈরি করা হয় এবং একটি বৃত্তের ভিতরে ‘H’ অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, যাতে আকাশ থেকে দৃশ্যমান হয়। কখনও কখনও বিভিন্ন বাহিনীর সদস্যরা আপদকালীন সময়ে হেলিকপ্টার ওঠানামা করার জন্য দুর্গম এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে।
পৃথিবীর সব দেশেই হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাডে ‘H’ লেখা থাকে। আসলে হেলিকপ্টার শুধুমাত্র ভিআইপির লোকেরা ব্যবহার করেন। ভিআইপি মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সময় অত্যন্ত মূল্যবান বলে মনে করা হয়। তাই বিশেষ খেয়াল রাখা হয়। সেজন্য তাদের জন্য আলাদা রাস্তা, গেট তৈরি করা হয়। এমনকি তাদের বসার জন্য আলাদা চেয়ারও থাকে।
হেলিপ্যাডের বৃত্তের ভিতরে ‘H’ লেখাটি পাইলটকে নির্দেশ করে যে হেলিকপ্টারের মুখ এবং পেছন কোন দিকে রাখতে হবে। যাতে হেলিকপ্টারে থাকা ভিআইপিদের নামার সঙ্গে সঙ্গে স্বাগতিকরা তা গ্রহণ করে এবং সময় বিলম্ব না হয়ে যাতে তারা সঠিক পথে চলতে পারে।
তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন হেলিপ্যাডের ‘H’ চিহ্নটি পাইলটদের জন্য নয়, বরং হেলিকপ্টার থেকে নামা ভিআইপি ব্যক্তিদের সুবিধার্থে করা হয়েছে।