হজযাত্রীর কোটা ১ লাখ ১ হাজার নিবন্ধন করেছেন সোয়া লাখ


Hajj-contractএবার বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হলেও হজে যেতে নিবন্ধন করেছেন সোয়া লাখ ব্যক্তি

এজন্য চুক্তি হলেও হজযাত্রীর সংখ্যা ২৫ হাজার বাড়াতে সৌদি আরব সরকারের কাছে ধর্মমন্ত্রী মতিউর রহমান অনুরোধ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

“এ বিষয়ে লিখিত আবেদন দিলে সৌদি আরব সরকার বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস পাওয়া গেছে,” ধর্মমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

সৌদি আরব সফররত ধর্মমন্ত্রী মতিউর রহমানের সঙ্গে ওই দেশের হজমন্ত্রীর মধ্যে বৃহস্পতিবার হজ সংক্রান্ত চুক্তি হয় বলে তিনি বলেন।

চুক্তি অনুযায়ী, এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে হজে যেতে এবার প্রায় সোয়া লাখ হজযাত্রী অনলাইনে নিবন্ধন করেছেন।

হজ প্যাকেজের ২৮ হাজার ৭৪ টাকা জমা দিয়ে হজযাত্রীরা গত ১ মার্চ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীদের পাঠানো হচ্ছে দুটি প্যাকেজের আওতায়, যা গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা অনুমোদন করে।

এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

এতদিন হজ চুক্তির পর হজের টাকা জমা নেওয়া হলেও সৌদি সরকারের ইলেকট্রনিক ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হতে পারে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা আনোয়ার বলেন, হজচুক্তি ছাড়াও হাজিসেবা সংস্থা মোয়াচ্ছাসা চেয়ারম্যানের সঙ্গে, জেদ্দা-মক্কা-মদীনায় যাতায়াত নিয়ে জেনারেল কার সিন্ডিকেট, ইউনাইটেড এজেন্সি এবং বাড়ি ভাড়া নিয়ে মদিনায় আদিল্লা অফিসের সঙ্গেও চুক্তি হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.