শাকিবের ‘প্রিয়তমা’ লুকে মুগ্ধ অপু, শুভকামনা জানালেন

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এরই মধ্যে ছবিটির ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে এটি। এতে শাকিব খানের ভিন্ন রকম লুক প্রশংসা পেয়েছে।

এবার এই সিনেমার প্রচারণায় দেখা গেল অপু বিশ্বাসকেও। শাকিব খানের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তিনি।

অপু ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন— বেস্ট অব লাক। এদিকে অপুর শেয়ার করা সেই পোস্টের কমেন্ট বক্সে প্রায় দেড় হাজারের বেশি কমেন্ট এসেছে।

অপুর শাকিবের সিনেমার প্রচারের বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও কেউ কেউ এ ঘটনায় অবাক হয়েছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বের জন্ম দেন।

প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারেন। নতুনভাবে উপস্থাপন করতে পারেন। আব্রাহাম তো তার বাবার ফার্স্ট লুক দেখে বেস্ট উইশ জানিয়েছে। বাকিটা সে একটা ভিডিওতে বলেছে— কী বলেছে, তা জানতে অপেক্ষা করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.