সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

সুইজারল্যান্ডে সাম্প্রতিক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধানের প্রেস সচিব ইহসানুল করিম সোমবার জানান, ওই দিন দুপুর ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।

তিনি জানান, সংবাদ সম্মেলনে অংশ নিতে চাওয়া সাংবাদিকদের মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে কোভিড টেস্ট করার অনুরোধ জানানো হয়েছে।

গত ১৩ জুন চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে ১৭ জুন দেশে ফেরেন তিনি।

সুইজারল্যান্ডে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.