দক্ষিণ এশিয়ার সেরা বিমান সংস্থাগুলোর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দক্ষিণ এশিয়ার সেরা বিমান সংস্থার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডে চলতি বছর দক্ষিণ এশিয়ার সেরা বিমান সংস্থাগুলোর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের বিমান পরিবহন শিল্পে একের পর এক অনন্য নজির স্থাপন করে চলেছে। এটি তার মধ্যে একটি।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন স্টার রেটিং ১৯৯৯ সালে শুরু হয়েছিল। এটি এয়ারলাইন এক্সিলেন্সের একটি বৈশ্বিক বেঞ্চমার্ক, পেশাদার অডিট বিশ্লেষণ এবং এয়ারলাইন পণ্য এবং ফ্রন্ট-লাইন সেবার মান মূল্যায়ন ও পুরস্কৃত করে।

কোনো এয়ারলাইনের মানের বিশদ ও পেশাদার বিশ্লেষণের পর স্টার রেটিং দেওয়া হয়। এয়ারলাইনের এয়ারপোর্ট সেবা থেকে শুরু করে অনবোর্ড স্ট্যান্ডার্ডকে বিবেচনায় নেওয়া হয়।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের জন্য কোনো এয়ারলাইনকে আবেদন করতে হয় না, কোনো ফি দিতে হয় না, বিজয়ী এয়ারলাইনকে পুরস্কার ইভেন্টে যোগদানের জন্য কোনো অর্থও দিতে হয় না। আর এসব কারণে বিভিন্ন ক্যাটাগরিতে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বলা হয় ‘এভিয়েশন শিল্পের অস্কার’।

গ্লোবাল এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ অর্জন বাংলাদেশ এভিয়েশনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। এ অর্জনে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের সম্মানিত যাত্রী, সংবাদ মাধ্যম, ইউএস-বাংলা পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.