কুয়েতে বাংলাদেশিসহ ১২৪ প্রবাসী আটক

কুয়েতে বাংলাদেশিসহ ১২৪ প্রবাসীকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল শুয়েখ, মাহবুল্লাহ, খাইতান ও ফরওয়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরব টাইমস এক খবরে জানায়, আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইদানীং কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থা আবাসিক আইন লঙ্ঘনের কারণে প্রবাসীদের গ্রেপ্তার করছে।যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.