সব বিমানবন্দরের নিরাপত্তা সদস্যদের জন্য বিশেষ ইউনিফর্ম

দেশের সব বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর প্রত্যেক সদস্যের জন্য অভিন্ন ইউনিফর্ম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

গতকাল রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ গণশুনানির আয়োজন করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মফিদুল রহমান বলেন, বিমানবন্দরে নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভিন্ন ভিন্ন বাহিনীর হলেও তাদের কাজ এভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করা। যেহেতু তাদের সার্ভিসটা একই তাই আমরা তাদের একটা ইউনিফর্ম প্রবর্তন করবো। ইউনিফর্মের ডিজাইন ফাইনাল করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে।

এয়ারলাইন্সগুলোর লাগেজ রেখে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, অনেক সময় এয়ারলাইন্সগুলো ন্যারো বডির এয়ারক্রাফটে (ছোট এয়ারক্রাফট) যাত্রীভর্তি করে নিয়ে দেশে আসে। তখন সব লাগেজ আনতে পারে না। আমরা এরই মধ্যে এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে সতর্ক করেছি। এছাড়া যারা ন্যারো বডির এয়ারক্রাফট নিয়ে দেশে আসে তাদের আমরা কিছু সিট ফাঁকা রেখে আসতে বলেছি।

 

যাত্রীদের সঙ্গে কর্মকর্তাদের আচার-ব্যবহারের বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে আমার বড় কনসার্ন ছিল যেন যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়। বিষয়টি নিশ্চিত করতে আমরা বিমানবন্দরের সব স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রশিক্ষণের বাইরেও তাদের সঙ্গে বসছে, আলোচনা করছে। যাদের ব্যবহার ভালো হচ্ছে তাদের আরও বেশি মোটিভেট করতে বেস্ট স্টাফ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.