মায়ের স্বপ্ন পূরণে সন্তানের চমক, বিমান চালিয়ে নিয়ে গেলেন হজে

ছেলে পেশায় পাইলট। মায়ের দীর্ঘদিনের ইচ্ছে একবার হলেও তার ছেলের চালানো বিমানে করে আকাশ ভ্রমণ করবেন। মায়ের সেই ইচ্ছে পূরণ করেছেন সেই ছেলে। তবে সেটি জানিয়ে নয়, মায়ের সাধ তিনি পূরণ করেছেন সারপ্রাইজ দিয়ে।

মিসর এয়ারলাইন্সের পাইলট আব্দুল্লাহ মুহাম্মদ বাহির মায়ের ইচ্ছা ছিল একদিন ছেলের চালানো বিমানে চড়বেন তিনি। আর তার মা যখন হজে যাওয়ার পরিকল্পনা করেন তখন বাহিরও সিদ্ধান্ত নেন নিজে বিমান চালিয়ে মাকে হজে নিয়ে যাবেন তিনি। পুরো বিষয়টিই গোপন রাখেন তিনি।

যেদিন তার মা হজে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন সেদিন একই সঙ্গে এয়ারপোর্টে যান বাহিরও। তখন তিনি মাকে জানান, বিমান চালিয়ে কুয়েতে যাবেন তিনি। তবে তিনি গিয়ে ওঠেন সৌদিগামী বিমানে, যেখানে যাত্রী হিসেবে রয়েছে তার মা। পরবর্তীতে বিমানটিতে করে নিজের মা ও অন্যান্যদের সৌদি নিয়ে যান তিনি।

মাকে ছেলের সারপ্রাইজ দেওয়ার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.