ঢাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে সাতদিন, অগ্রীম দুঃখ প্রকাশ

আগামী ১৬ থেকে ২২ জুলাই সাতদিন রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) -এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭ টা থেকে আগামী ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.