সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ম‌ডেল পিএস‌সি অনু‌মোদন

দেশের গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে মডেল প্রোডাকশন শেয়া‌রিং কন্ট্রাক্টের (পিএস‌সি) খসড়া অনুমোদন দি‌য়ে‌ছে সরকার।

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপ‌রিষদ বিভাগের অতিরিক্ত স‌চিব সাঈদ মাহবুব খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক দেশের উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মিটানোর নিমিত্তে গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে প্রণীত খসড়া “ড্রাফট বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) ২০২৩” অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বি‌ভিন্ন মন্ত্রণালয়ের ১৪‌টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.