পাইলট ও এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস বাংলা

যুক্তরাষ্ট্রে পাইলট এবং ভারতে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত।

পদের নাম: পাইলট 

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: ১. বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, সাধারণ ও উচ্চতর গণিতে গ্রেড-এ প্লাসসহ জিপিএ ৫ অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড-বি ।

২. স্নাতক পাস অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে;

৩. প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে;

৪. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে;

৫.  আবেদনের সময় বয়স হতে হবে ১৭-২৫ বছর;

৬. উচ্চতা: নারীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং পুরুষদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

৭. আবেদনকারীদের শারীরিকভাবে সুস্থ হতে হবে;

৮. দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬;

৯. অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে;

১০. যেকোনও ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে;

নির্বাচন প্রক্রিয়া: পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

পদের নাম: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: ১. বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে জিপিএ ৪ দশমিক ৫০ সহ জিপিএ ৪ অথবা ‘ও’ লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত, রসায়ন, ইংরেজি ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম ২ বিষয়ে গ্রেড-বি পেতে হবে।

২. প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে;

৩. অবশ্যই বাংলাদেশি হতে হবে;

৪. আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৪ বছর; ৫. উচ্চতা হতে হবে ন্যূনতম ১৬২ সেন্টিমিটার। প্রার্থীর ওজন বিএমআই এর উচ্চতার আনুপাতিক হারে হতে হবে;

৬. দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬;

৭. প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে;

৮. অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে;

৯. যেকোনও ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন প্রক্রিয়া: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড, সাইকোমেট্রিক, মেডিক্যাল ও মৌখিক পরীক্ষা। সকল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় ভারতের নির্ধারিত ফ্লাইং ট্রেনিং স্কুলে পাঠানো হবে।

সুযোগ-সুবিধা: সফলভাবে ট্রেনিং শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। অন্যান্য সুবিধাসহ বেতন নির্ধারণ হবে মাসিক দুই লাখ টাকা।  অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মেডিক্যাল ইন্স্যূরেন্স, সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা, এয়ার টিকেট ও প্রফিট বোনাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পাইলট প্রোগ্রামের জন্য https://studentpilot.usbair.com- এই ওয়েবসাইট এবং এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার প্রোগ্রামের জন্য https://tame.usbair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.