ঢাকা-চীনের গুয়াংজু রুটে পুনরায় ফ্লাইট শুরু করছে বিমান, চলছে বিশেষ ছাড়

ঢাকা-গুয়াংজু রুটে আবারও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে চীনের গুয়াংজু রুটে বিশেষ ছাড়ে টিকিট বিক্রি করছে বিমান। গতকাল

সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি ৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষে এরই মধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR 23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু। ফিরতি টিকিটের সর্বনিম্ন ভাড়া শুরু ৫০ হাজার ৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে শুরু। রিটার্ন টিকিটের সর্বনিম্ন দাম শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিটের দামে বিশেষ ছাড় চালু থাকবে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরের দিন ভোর ৪টায়। অন্যদিকে গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.