বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে না। এর বদলে বিভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেওয়া হবে। মূল্যায়ন কীভাবে করা হবে, তা নিয়ে পরবর্তীতে আন্তমন্ত্রণালয় সভা করে ঠিক করবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.