মেট্রোরেলে কারিগরি ত্রুটি, আড়াই ঘণ্টা পর চালু

কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে, সাড়ে ১১টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) এক কর্মকর্তা জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সাড়ে ১১টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.