আবার একসঙ্গে রাজ-পরী!

চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা পরীমণির। সম্প্রতি দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে একে অন্যের দিকে অভিযোগের তীরও ছুঁড়েছেন দুজনেই। আর তাতে ভক্তরা ধারণা করছিলেন, হয়ত সত্যিই ভেঙে গেছে রাজ ও পরীমণির সংসার। তবে ভক্তদের জন্য সুসংবাদ হলো, আবারও হাসিমুখে একসঙ্গে দেখা গেছে এই দুেই তারকাকে।

গতকাল বুধবার রাতে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাদের। এবার রাজ্যের কথা ভেবে, মান-অভিমান ভুলে এক হলেন পরীমণি ও শরিফুল রাজ। রাজ্যকে নিয়ে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা গেছে রাজ-পরীকে।

বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও কৌশিক হোসেন তাপস তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। আর সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। জন্মদিনের অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন রাজ। অনেকেই ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ।  তবে জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন না রাজ্যের বাবা।

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.