সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে (এসএমসি) জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম জুনিয়র ফিলিং সিলিং মেশিন অপারেটর। আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: ১৫
কাজের দায়িত্ব: ব্যক্তিগত গুণগত মান ও জিএমপির নিয়ম অনুযায়ী, খাদ্যপণ্যসামগ্রী প্রস্তুতকারী যন্ত্র পরিচালনা করা সুনির্দিষ্ট পদ্ধতিতে পণ্য উৎপাদন নিশ্চিত করা, জিএমপির নিয়ম অনুযায়ী পণ্য উৎপাদনের সময় ও খরচ ঠিক রাখা, সহকর্মীদের কাজে সহযোগিতা করা, কারখানার নিয়ম এবং আইন অনুযায়ী শৃঙ্খলা বজায় রাখা ও মেনে চলা ম্যানেজমেন্ট কর্তৃক আরোপিত যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন ও বাস্তবায়ন করা।
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস/ ট্রেড কোর্স পাস হতে হবে।আবেদনের বয়স ও যোগ্যতাআবেদনের সর্বচ্চো বয়স ৩০ বছর।সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদায়ন: জুনিয়র ফিলিং সিলিং মেশিন অপারেটর পদে চাকরি পেলে পদায়ন হবে ময়মনসিংহে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত। কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, মুঠোফোন নম্বর, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্মীয় নন) নাম, পেশা ও মুঠোফোন নম্বরসহ ২০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে মানবসম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩–এ বরাবর। খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।