একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক যুদ্ধাপরাধী ইরাদত মোল্ল্যা ওরফে ইরাদতকে (৮৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার র্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) ফারজানা হক জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের কোতয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফারজানা হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুন্ঠণ, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরপর থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে যশোর জেলার কোতয়ালী এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।