সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

মাসখানেক আগে মেয়ে আইরাকে নিয়ে ইউরোপ গিয়েছিলেন মিথিলা। যদিও পিএইচডির কাজে সুইজারল্যান্ড গিয়েছিলেন, তার ফাঁকে একটু দেশটা ঘুরে দেখেন মা-মেয়ে।

অভিনয় কেরিয়ারের পাশাপাশি হাজারো দায়িত্ব তার কাঁধে। সমাজকর্মী, দক্ষিণ আফ্রিকার দেশগুলোর উন্নয়নে নিবেদিত প্রাণ তিনি। সবটাই সমানতালে সামলাচ্ছেন। দুদিন আগেই জ্বরে কাবু ছিলেন স্বামী সৃজিত। এরই মাঝে নতুন অতিথি ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার।

আইরা তো সারাক্ষণ এই বেবিকে নিয়েই ব্যস্ত। সে হচ্ছে মিথিলার চারপেয়ে সন্তান এলা। শিহ তাজু (Shih Tzu) প্রজাতির একটি কুকুরছানা। ইনস্টায় ‘বেবি এলা’র সঙ্গে আলাপও করালেন সৃজিত ঘরণী।

গলায় গোলাপি রংয়ের বেল্ট ও একটি ঘণ্টা ঝুলছে। গোলগোল চোখে তাকিয়ে দেখে চারিদিক। নতুন পরিবারে এসে সে তো দারুণ খুশি।

তার ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘বেবি এলা…আমাদের আনন্দের ঠিকানা’।

মিথিলা বলেন, আমার মনে হয় যেকোনও দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবোই। এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না।

হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.