যে কারণে রণবীরের সঙ্গে আর কাজ করতে চান না ক্যাটরিনা

বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সালমান খানের সাথে বিচ্ছেদ ঘটিয়ে রণবীর কাপুরেই নিজের সুখ খুঁজে পান তিনি। এক ছাদের নিচে থাকা শুরুও করেছিলেন দু’জনে। কিন্তু এই সুখ খুব বেশিদিন স্থায়ী হয়নি তাদের জীবনে। তাই তো প্রেমের সম্পর্কের ইতি টেনে দু’জনেই আলাদা হয়ে যান।

‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর ও ক্যাটরিনা। তারপর প্রকাশ ঝায়ের ‘রাজনীতি’। সেই সময় থেকেই প্রেম দুই তারকার মধ্যে। রণবীরের সাথে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে বলিপাড়ার অন্দরে কানাঘুষা থাকলেও তা নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি ক্যাট বা রণবীর কেউই। তবে তাতে আটকানো যায়নি জল্পনা। একাধিকবার ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন এক সময়ের চর্চিত যুগল। এমনকী, একবার রণবীর ও তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় মেজাজও হারিয়েছিলেন ক্যাট।

রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের মেয়াদ ছিল ছয় বছর। অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে কাজ করার সময় চিড় ধরেছিল তাদের প্রেমে।

‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারে গিয়ে ক্যাটরিনাকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছিলেন রণবীর। সাক্ষাৎকার চলাকালীন ক্যাটরিনাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। ক্যাটরিনাকে উত্তর দিতে না দিয়ে রণবীর নিজেই গড়গড় করে কথা বলে যান।

সেই সময় একটি সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাট বলেন, রণবীরের সঙ্গে কাজ করা খুব কঠিন। সবাই এত দিনে সেটা দেখেছেন, বুঝেছেন। রণবীরও চায় না আমার সঙ্গে কাজ করতে। আমার মনে হয় না, আমরা এর পরে আর কখনো একসঙ্গে কোনো ছবিতে কাজ করব।

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাট। চলতি বছরে বিয়ের দুই বছর পূর্ণ হতে চলেছে তাদের। চলতি বছর দীপাবলিতে ‘টাইগার-৩’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.