রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার (সাধারণ) ও সহকারী অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ব্যাংকটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকে সহকারী অফিসার (সাধারণ) পদে ৪৫টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৫২টিসহ সর্বমোট ৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩০৪ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে। চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি জানতে এই ওয়েবসাইট ও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।