ঢাকা: এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুকে যৌন নির্যাতনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ পার্সার নুরুজ্জামান রঞ্জুকে বরখাস্ত করা হয়েছে।
নুরুজ্জামান রঞ্জু ও স্টুয়ার্ড অপুক মুমের সিনহা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে যৌন নির্যাতন করেন। বিমানের গঠিত তদন্ত কমিটি এই অভিযোগের প্রমাণ পেয়েছে।
বৃহস্পতিবার বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রঞ্জুকে বরখাস্ত করলেও এই ঘটনায় আরেক নিপীড়ক সিনহার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিমান সূত্রে এ তথ্য জানা গেছে। বিমানের নিয়মানুযায়ী, রঞ্জুর বিরুদ্ধের এখন চার্জশিট গঠন করা হবে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি।