ফের টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল বাংলাদেশ ফাইন্যান্স

টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে অ্যালায়েন্স ফাইনান্স পিএলসি । খুব স্বল্প সময়ে নবীন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ২০২২ সালের অর্জনের উপর ভিত্তি করে এই কৃতিত্ব অর্জন করল প্রতিষ্ঠানটি।

স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন অ্যালাইন্স ফাইন্যান্স পিএলসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  কান্তি কুমার সাহা।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে  আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিংপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.