ঢাকায় সায়ন্তিকাকে বরণ করে নিলেন জায়েদ খান

ঢাকায় এসেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খানের বিপরীতে ‘ছায়াবাজ’ ছবিতে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন সায়ন্তিকা। যদিও কদিন আগে এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে চূড়ান্ত কোনো কথা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নায়িকা।

তবে এবার জায়েদ খান নিজেই জানালেন সিনেমাটি করতে যাচ্ছেন তিনি। দুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

জায়েদ বলেন, যখন খবরটি প্রকাশ হয় তখন ছবিটিতে চুক্তিবদ্ধ হইনি। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সব কিছু কনফার্ম করার পরই পাকাপাকি জানালাম। কক্সবাজারে ছবিটির টানা শুটিং হবে বলেও জানান তিনি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.