ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার এবিএম মাসুদ হোসেনকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণে এবং গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের মোহাম্মদ ইকবাল হোসাইনকে মতিঝিল গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে।