ইতালির তুরিন শহরে অনুশীলনের সময় একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। সেই গাড়িতে পরিবারের সঙ্গে ছিল নিহত শিশু। তার এক ভাইও গুরুতর আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তুরিনের প্রধান বিমানবন্দরের কাছে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, অ্যাক্রোবেটিক অনুশীলনের সময় ৯টি বিমান কাছাকাছি অবস্থানে থেকে দুটি দলে ভাগ হয়ে উপরের দিকে উঠছে। এ সময় একটি বিমানের পতন হতে শুরু করে। বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া উড়তে থাকে। বিধ্বস্তের আগে পাইলট নিজেকে মুক্ত করে নেন, প্যারাশুট নিয়ে ভূমিতে অবতরণ করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত শিশুর বাবা-মাও আঘাত পেয়েছেন।
ইতালির সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাখির পালের সঙ্গে হয়ত বিমানটির ধাক্কা লেগেছে। সম্ভবত একটি পাখি ইঞ্জিনে প্রবেশ করেছিল। তখন ইঞ্জিন বিকল হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
বিমানটি ফ্রেশ ট্রাইকোলোরি ডেমোনস্ট্রেশন টিমের অংশ ছিল। রবিবার ইতালির বিমানবাহিনীর ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিল এই টিমের। রয়টার্সের খবর অনুসারে, অনুষ্ঠানটি এখন বাতিল করা হয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।