হৃদরোগে আক্রান্ত মালদ্বীপ প্রবাসীকে বিমান টিকেট দিলেন বাংলাদেশ হাইকমিশ

হৃদরোগে আক্রান্ত প্রবাসী বাংলাদেশি মাইন উদ্দিনকে বিমান টিকেট দিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার।

এ সময় মিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রবাসী বাংলাদেশি মাইন উদ্দিন বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফিরে যাওয়া প্রয়োজন। তাই রোববার (১৭ সেপ্টেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার।

উল্লেখ্য, মালদ্বীপ প্রবাসী মাইন উদ্দিন এর দেশের বাড়ী নরসিংদি জেলার, রায়পুরা উপজেলায়।।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.